আর্কিটেক্ট এর হাতে কল্পনার বাস্তবতা দান

এটা কর্নাটকের বেলগাঁও শহরের এক ফটোগ্রাফার কাপল এর বাড়ি। ফটোগ্রাফির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ক্যামেরা। তাই তারা তাদের ফেভারিট ডিএসএলআর ক্যামেরার মডেলে এই বাড়িটি বানিয়েছেন।

যাই বলুন বাড়িটি একটি আর্ট পিস। বাড়িটির নাম হল “Click”। এই তিন তলা ক্যামেরা আকৃতির বাড়িটিতে ক্যামেরার মতই একটি কাচের জালনা ভিউফাইন্ডার ও অপরটি লেন্স আকৃতির। এটাতে এমনকি একটি চওড়া ফিল্ম স্ট্রীপ, একটি ফ্ল্যাশ এমনকি একটি মেমোরি কার্ড ও আছে।

DSL গৃহটি নির্মাণের মোট খরচ 75 লক্ষ টাকা।

সত্যিই ক্যামেরার আদলে বানানো ঘরটি “ছবি”র মত সুন্দর।

কি ভাবছেন, আপনারও এরকম কিছু শখ আছে, কিন্তু ভাবছেন সেরকম বাড়ি বানানো আদৌ সম্ভব কিনা। আপনার পাড়ার মিস্ত্রির পক্ষে এরকম এক্সটেরিয়র বানানো অসম্ভব হতে পারে কিন্তু আর্কিটেক্ট এর পক্ষে নয়। আর্কিটেক্ট এর কাজই হলো কল্পনাকে বাস্তব রূপ দেয়া। SHIELD এর আর্কিটেক্টরা আপনার গৃহটিকে আপনার পছন্দমতো যেকোনো জিনিসের রূপ দিয়ে দেবে৷ আরো জানতে যোগাযোগ করুন SHIELD- Architect. Engineer. Interior Designer এর সাথে।

error: Content is protected under Copyright policy act !!