আপনি যে নতুন বাড়ি বানাবেন ঠিক করেছেন কোন আর্কিটেক্ট আর ইন্টেরিয়ার ডিজাইনার এর পরামর্শ নেবেন ঠিক করেছেন? -সাধারণ মধ্যবিত্ত পরিবারে এই প্রশ্নের উত্তর হলো-

” বাপরে, মাথা খারাপ!

বাড়ি তৈরি করাতেই কত খরচ আবার আলাদা করে কেন খরচ করতে যাব? মিস্ত্রিই আমাকে ফ্রিতে সুন্দর প্ল্যান বানিয়ে দেবে বলেছে। “

সাধারণ বাড়ি তৈরি করার জন্য আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনারের কি দরকার?যে রাজমিস্ত্রিকে দিয়ে করাবো সেই তো ফ্রিতে প্ল্যান বানিয়ে দেয়।
উত্তরে এটাই বলা যেতে পারে একবার মিস্ত্রির বানানো প্লান এর সাথে আর্কিটেক্টের প্ল্যানের তুলনা করে দেখেছেন? দেখে থাকলে আর কোন সন্দেহ থাকত না প্রয়োজনটা কিসের।

কারণ মিস্ত্রির নির্মিত প্লানে ঘরের যে জায়গাতে যেই ব্যবহার্য স্থান পাবেন আর্কিটেক্টের নির্মিত প্ল্যানে সেই একই জায়গাতে আরো কত যে ব্যবহার্য স্থান পাবেন তার তুলনা হয়না। মিস্ত্রির প্লানে বানানো ঘরে লক্ষ্য করবেন আপনার হয়তো শোবার ঘরের অভাব, বা কোন কাজ করার জন্য ওপেন স্পেস এর অভাব, আবার একই সাথে যেন মনে হচ্ছে ঘর গুলো অনেক ফাঁকা ফাঁকা।
অপরদিকে ইন্টেরিয়র ডিজাইনার ও যদি আপনি আপনার কাঠমিস্ত্রি কে করবেন ঠিক করেন সে খারাপ কোয়ালিটির জানলা দরজা আলমারি বসিয়ে দিয়ে যাবে যা 2,3 বছর পর আপনাকে আবার পরিবর্তন করাতে হবে। বা হয়ত ঠিক কোয়ালিটির জিনিস আপনি নিজে গিয়ে কিনে এনে দেখলেন সেটা ঘরের সাথে মানানসই হচ্ছে না। বা যদি হয়ও তা হলেও আপনি ঘর তৈরীর সময় কত দিকে একসাথে খেয়াল রাখবেন? অপরদিকে যদি ইন্টেরিয়ার ডিজাইনাররা আর্কিটেক্ট এর সাথে মিলিত ভাবে কাজটি করে তাহলে ঘরে কোথায় কোন জিনিস মানাবে এবং সেসব জিনিস কোথায় খুঁজে পাবেন তারও হদিশ দিয়ে দেবে।
সর্বশেষে মিস্ত্রির বানানো গৃহ এমন হবে যার হয়তো ৫,৬ বছর পর জলছাদ এবড়োখেবড়ো হয়ে গেছে, ঘরের দেয়ালে চিড় ধরে গেছে, জালনার কোনায় ফাটল ধরে গেছে, ঘরে ড্যাম্প উঠতে শুরু করেছে যা হয়তো আপনাকে সারা জীবনই ঠিক করিয়ে যেতে হবে হাজার হাজার টাকা ক্রমাগত খরচ করে সেই মিস্ত্রীর কাছেই। আবার তখন দেখবেন সেই মিস্ত্রিও অস্বীকার করবে তার কোন হাত ছিল এতে। আর আপনিও মেনে নেবেন এটা সাধারন ব্যাপার ভেবে।

সুতরাং ডিসিশন আপনার আপনি প্রথমে প্লানিং এর সময় কিছু বেশি খরচ করে বহু বছর সেই বাড়ি ব্যবহার করতে চান সচ্ছন্দে নাকি প্রথমে কিছু পয়সা বাঁচাতে গিয়ে পরে তার থেকে অনেক বেশি পয়সা খরচ করতে চান বছর বছর।

error: Content is protected under Copyright policy act !!
7917 5924 5936